আমার মন শুধুই কাঁদে হায়
উদাসী হই যার লাগি
বুকে সেই নাম বাজে হায় ॥
বাঁশির বীণায় শুধু হাহাকার
শুনছি আমি দিকে দিকে
এ কোন সুরের তানে মলিন হিয়া
গুনছে প্রহর তোমার ডাকে
সুখের আশায় জীবন আমার
ভুলেছে ওগো তোমার দিশা
অনেক ভুলের মাঝে আমি অসহায়
তাইতো খুঁজি মনের তৃষা ॥