হারবো না
আমি হারবো না কোন দিন মনের কাছে
আমি হারবো না জীবনের খেলাতে
না না ভুলবো না আমি ভুলবো না
ইতিহাস ত্যাগ ও মহিমার
আমি ভুলবো না গোধূলীর বেলাতে ॥
কাঁটা ভরা এই ফুলের কানন
হাত বাড়াতেই আসে আঘাত প্লাবন
আসে রক্ত প্লাবন
ফুল যদি চাই তবে সয়ে যাই
এই জীবনটাতে
না না ফিরবো না কাঁটারো আঘাতে ।
ভীতি ভরা এই নিশীথ ভুবন
পা বাড়াতেই আসে শ্বাপদ কুজন
আসে হিংস্র কুজন
আলো যদি চাই ভয় নাহি পাই
এই জীবনটাতে
না না টলবো না শ্বাপদের হানাতে।