.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

আল্লাহকে যারা বেসেছে ভাল
গীতিকারঃ চৌধুরী গোলাম মাওলা
সুরকারঃ চৌধুরী গোলাম মাওলা

আল্লাহকে যারা বেসেছে ভাল
দুঃখ কি আর তাদের থাকতে পারে।

যারা লয়েছে মুখে কোরানের বানী
হতাশা কি আর তাদের থাকতে পারে।

সামনে বাড়াল পা যারা আজ
নতুন পৃথিবী গড়তে
জানা তো আছে তাদের সবার
কত যে হবে লড়তে…
জীবনের সব পিছুটান তাই হেরে যায় বারে বারে!

মায়ের আদর বোনের হাসি
সংসার সুখ প্রিয়ারী মুখ
সব ছেড়ে চলে অজানার পথে
শত বেদনার সৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি।

জীবন বাজী রেখে যে তারা
মরন দিয়েও সুখ
আনবে আনবে ভাঙ্গা মসনদে
রাশেদার সেরা যুগ……
শহীদি মিছিল চলে সম্মুখে রুখবে কে আজ তারে!

দুঃখ কি আর তাদের থাকতে পারে!
হতাশা কি আর তাদের থাকতে পারে