.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

ইচ্ছে
গীতিকারঃ আবদুস সামাদ রাজু
সুরকারঃ মিজানুর রহমান রায়হান

ইচ্ছে সাগর দেবো পাড়ি
মন পবনের নায়
ইচ্ছে পায়ে নামবো সবাই
পাবোই পাবো ঠাঁই ॥

সেই সাগরের সাদা চিলের
ডানায় দেবো ভর
মনমোহনায় ঘুরবো শুধু
গিলেই খাবো ডর
ইচ্ছে ডুবের ডুবুরী হই, তল সাগরে যাই ॥

জ্বর খাবো ডর খাবো
খাবো ভূতের চর
মোদের ভয়ে রাতের কালো
কাঁপছে থরোথর ।
ঐ যে সোনার বাঁকা চাঁদও, ডাকছে মোদের তাই।৷