একটি রজনী এমন রজনী
হাজার মাসের সেরা
কাঁদিয়া পোহায় বিনিদ্ৰ দেখো
আল্লাহর আশিকেরা ॥
কোরআন নাযিল হয়েছিল সেই রাতে
আঁধার পৃথিবী উঠেছিল হেসে জ্ঞান আলোকের প্রাতে
সিজদায় লোটে আকাশ পাহাড় বৃক্ষ পাখি ও ফুলেরা ॥
মহিমান্বিত মোবারক রাত
বুঝে নাও বুঝে নাও
নাজাতের এই শেষ দশ দিনে
বিজোড় রাত্রি চিনে নাও ৷
হৃদয় খুলে হে গোনাহগার কাঁদো
অনুশোচনার এইতো লগন
তাঁর কাছে ক্ষমা মাগো
বিরাজিত প্রভু শেষ আসমানে
বহিছে শান্তি ধারা ॥
১২৬