.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

ওরা কোরআনের কথা কয়
গীতিকারঃ চৌধুরী আবদুল হালিম
সুরকারঃ চৌধুরী আবদুল হালিম

ওরা কোরআনের কথা কয়
রাসূলের পথে চলার কথা কয়
তবে কেন তোমরা করো ওদের বিরোধীতা।।

আলোকের সন্ধান পেয়ে গেছে ওরা
মুছে গেছে আঁধারের কালিমা
আঁধারের গহীনে হারিয়েছো তোমরাস
কোরআনের পথ চিনলে না
ওরা সত্যের পথে এলো বলে বন্ধু
কোরআনের পথে এলো বলে বন্ধু
করো কি ওদের বিরোধীতা
করো কি তাদের বিরোধীতা ॥

ভেবো না কখনো ওরা ভীরু দুর্বল
দুর্দম ওরা শক্তিধর
ঈমানী দিল ওদের সীমাহীন সাহসী
দেখবে তার বলার পর
ওরা সত্যের পথে জান করেছে কোরবান
উড়াবে দ্বীনের পতাকা ৷৷