ওরে ও পাগল মন
মরলে পরে আঁধার ঘরে
কি হবে তখন
ঐ পাড়ে এক জীবন আছে
রাখিও স্মরণ।
নিত্য নতুন এমন যুগে রঙ বেরঙের খেলা
রূপে-রসে বসলো যে রে যৌবনেরই মেলা
এক নিমিষে সব হারাবে আসিলে মরণ ॥
যৌবন জোশে যাও বেহুশে মানো না বাঁধন
রঙ্গ মেলা শেষে একদিন নামিবে কাঁদন
দেখবে যবে চাওয়া পাওয়ার মিটবে যে হিসাব
বুঝবে সেদিন পাপে তাপে জুটবে না তো মাফ
আনায় আনায় লেনা-দেনা শুনবে না বারণ ॥