.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

ও জেডা ফইরার বাপ
গীতিকারঃ
সুরকারঃ

ও জেডা ফইরার বাপ (২)
একদিন বুঝিবা জেডা (২)

ক্ষেতের উদ্দি হোনাহুইন্না আর হতোদিন আডিবা
তোয়ার ক্ষেতদি কিয়াই আডিলে এত্তে ওয়া গাইল দিবা। (২) ঐ

তোয়ার ক্ষেতত বায়ন মরিচ হদু ধরে যানি
পরের ক্ষেতর হদু কিল্লাই টেঙে ছিরো টানি,
জেডা টেঙে ছিরো টানি (২)
বিল্লা জিনিস ছুরি গরি নিজের গাট্টি ফুরাইলা। (২) ঐ

বাল্টির ভিতর পানি লই দুধ ধুইতো জর
এক বাল্টি দুধ গায়ে দিয়ে মাইনষেরে বুঝর,
জেডা মাইনষেরে বুঝর (২)
ফাইন্না দুধর বেচা টিয়া হন ছিন্দুকত রাহিবা (২) ঐ

আরা বছর গরু-ছল এরি দিদি ফালিলা
বান দিবাইল্লাই হইলে জেডা বেটকাই বেটকাই আসিলা,
বেটকাই বেটকাই আসিলা (২)
পুরা জীবন হাডাই দিলা হালাল হত্তে ছিনিবা (২) ঐ