কত সুন্দর সবুজ শ্যামল মোদের জন্মভূমি
চাইনি খোদা এত উপহার
যা দিয়েছো তুমি ॥
সূর্য ওঠার সোনালী বেলায়
কত যে রূপের মাধুরী ছড়ায়
শিশির কণা মৃদু হাসে
ভোরের বাতাস যায় হৃদয় চুমি ৷।
বনের সবুজ আর আকাশের নীল
মিলেমিশে তাই সুখ অনাবিল
সেই সুরে সুরে আমরাও তাই
হৃদয়ের সাথে হৃদয় মিলাই ৷৷
গোধুলীর রাঙ্গা মেঘের ভেলায়
রূপ পিয়াসী মন ছুটে যায়
দিন বদলের এই রূপ দেখে
অবাক হলাম অবাক আমি ॥