খালিক তুমি মালিক তুমি
হাকিম তুমি আজিম তুমি
রহিম তুমি করিম তুমি
সবি তো তুমি রহমান
আল্লাহু আকবার আল্লাহ মহান।।
দূর আকাশে দেখি তোমারি রূপ
চন্দ্র সুরুজ শত তারার মাঝে
গ্রহ নক্ষত্র যিকির ঘুরে ঘুরে
করছে মহাকাশের ভাঁজে ভাঁজে
গাইছি আমি (ওগো) অন্তর্যামী
তুমি গফুর তুমি সোবহান।।
সাগর তলের মহারাজ্য জুড়ে
হাজার প্রজাতি করে বিরাজ
গহিন বনেও শুনি তোমারি সুর
সৃষ্টি কুলের হে রাজাধিরাজ
জিকির তোলে (ভ্রমর) ফুলে ফুলে
তুমি জলিল তুমি জব্বার ॥