ঘুম ছাড়ো বেখবর
নড়ে ওঠো দুর্বার
প্রয়োজন সত্যের উত্থান
ধ্বনি তোেল কালেমার উদ্যম উচ্ছল
রুখে দাও জালিমের অভিযান ॥
নারীদের সম্ভ্রম হয় লুট
দাম্ভিক জালিমের কালো জোট
খুন হয় প্রতিদিন আমাদের তরতাজা সন্তান ॥
আমাদের রক্তে লাল হয় প্রতিদিন
পৃথিবীর পুরো মানচিত্র
নাই বুঝি আমাদের মিত্র
মনে হয় আমাদের রক্তের দাম নেই ॥
পৃথিবীর প্রভু শুনে নাও
কত আর আমাদের খুন চাও
খুন দিয়ে কলিজার
কেড়ে নেব মুক্তির সন্ধান ৷