.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

চেননি মন তারে তুমি
গীতিকারঃ পান্জেরী সংগ্রহ
সুরকারঃ পান্জেরী সংগ্রহ

চেননি মন তারে তুমি
যে জন তোমার মন পিঞ্জরে
দিবা নিশি বিরাজ করে ৷

যখন আল্লাহ পরওয়ারে
সৃষ্টি করলেন আদমেরে
আবওয়াতুস বাতাস দিয়ে হবে মিলন পরে
হুকুম করলেন ওরে রূহু যাও কল্পপুরে
তখন আঁধারিয়া ঘর দেখিয়া
কাঁদছে রূহু কাতর স্বরে ॥

হেলায় খেলায় এই দুনিয়ায়
রইলি পড়ে ভবের মায়ায়
দিনে দিনে বয়স কমে
নামে সন্ধ্যা বেলা
তবু কেন হয় না রে হুঁশ
রইলি কেন ভুলে
আজরাইল আসিলে পরে
পারবি না রইতে সংসারে ॥