.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

ছুটি
গীতিকারঃ চৌধুরী গোলাম মাওলা
সুরকারঃ চৌধুরী গোলাম মাওলা

হলো শেষ পরীক্ষার ঝামেলা হলো শেষ
হলো লম্বা ছুটি, নেই ক্লাস নেই স্কুল।
চল্ চল্ চল্ এইবার চল
দল বেঁধে ছুটে যাই
নদীর কিনারে পাহাড় চূড়ায়
বনের গভীরে যাই
পরীর দেশের হবো মেহমান
খুশিতে মত্ত ব্যাকুল
নেই ক্লাস নেই স্কুল ৷।

আম্মুতো আর বলবে নাকো-
খোকন সোনা রে পড়ো
আব্বুতো আর বলবে না হায়-
কেন সময় নষ্ট করো
বড় ভাইয়া আপুমনি তারা
সকলের মুখ বন্ধ
এই সুযোগে আয় সকলে
লুটে নেই যত আনন্দ ৷।

ঘরের বাঁধন আজ গেছে খুলে
মুক্ত আলোর খেলা
বন বাদাড়ে নদী পাহাড়ে
ফুল পাখিদের মেলা
ঘাসে ঘাসে শীতল ছায়ায়
শুয়ে থাকি চোখ বন্ধ
প্রাণে প্রাণে এই সুখের মিলন
ভুলে যাই যত দ্বন্দ্ব ৷৷