.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

জাগো জাগো বীর জনতা
গীতিকারঃ চৌধুরী আবদুল হালিম
সুরকারঃ চৌধুরী আবদুল হালিম

জাগো জাগো বীর জনতা
গড়ে তোলো জোর একতা
খোদাদ্রোহী শক্তিগুলো খড়গ হস্ত আজ
যারা ঈমানের বলে বলীয়ান হও
হও তারা আজ আগুয়ান
দাও রে এবার দাও রে সাড়া
তোল দুর্বার জোর আওয়াজ ॥

ঐ যে কোরআন ডাক দিয়ে যায়
ওরে মুজাহিদ বিশ্ব মানবতা
কাঁদে তবু কেন নিদ।
যারা আল্লাহর পথে সৈনিক
যারা তওহীদবাদী নির্ভীক
জীবন তাদের সংগ্রামী যে
শোনায় জিহাদের ডাক-

ঐ যে দেখ বিশ্ব জুড়ে জাগে মুসলমান
বক্ষ ভাসে তপ্ত খুনে
হাতে আল-কোরআন আকবার
মুছে ফেল সব জড়তা
আনো আল কোরআনের বারতা
ধরার মাঝে আসুক আবার
বেহেশতেরই সওগাত ৷৷