.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

তুমি শেষ আদর্শ অনন্য
গীতিকারঃ চৌধুরী আবদুল হালিম
সুরকারঃ চৌধুরী আবদুল হালিম

দুনিয়াবাসীর জন্য
তুমি শেষ আদর্শ অনন্য
তুমি অন্ধকারে আলোর দিশা
পথ দেখাও অনন্য ॥

এতদিন তো বুঝিনি হায় তোমায় আমি
নষ্ট পথে ছিলেম মগন দিবস যামী
সেদিন হতে বুঝতে পেরে
ব্যাকুল তোমার জন্য ৷।

তোমার কথা তোমার ও পথ আলোয় ভরা
তুমি ছাড়া সকল পথই আঁধার ঘেরা
তোমার পথে চলেই জীবন
হয় যেন গো ধন্য ৷৷