তোমরা যারা আজ খোদার পথে
দিয়ে গেলে প্রাণ
জনতার মুখে মুখে প্রাণে প্রাণে রবে
রবে অম্লান
দ্বীনের বাগানখানি সিক্ত করে
যারা হারালে গো প্ৰাণ ॥
তোমাদের ইতিকথা শহরে নগরে
রবে গাঁয়ে দুঃখির কুঁড়ে ঘরে
জিহাদের ময়দানে জিহাদীর প্রাণে প্রাণে
জাগাবে সাড়া হে চির তাজা প্রাণ ॥
শহীদের তাজা খুন বৃথা যেতে পারে না
ভাঙবো ভাঙবোই তাগুতি ঠিকানা
উড়াবো আবার তওহীদি পতাকা
গাইবে সবাই তোমাদের গান ৷৷