থুইয়ারে তোর এ ঘরবাড়ি
যাইতে হইবো তার কাছে
যিনি পাঠাইলেন তোরে
এই ধরাতে ॥
দমে দমে শেষ হয় জীবন
ভাবার সময় নাই
দম ফুরাইলে সাঙ্গ খেলা
ভবের দুনিয়ায়
পরপারে শূণ্য হাতে
কেমনে যাবি ও মন রে ॥
তোর মালিকের কথা ভুলি
চললি কোন পথে
জীবনটা তোর ষোলআনা
মিছে এই পথে ॥
থাকতে সময় নে রে করে
পারের কড়ি হায়
ইয়া নাফসি ইয়া নাফসি বলে
থাকবে রে সবাই
স্বজন বিত্ত অথৈ বৈভব
আসবে না কোন কাজে !