দূরের ঘরে অন্য স্বর
শুনতে পেলাম কই
আমার ভেতর আমি মানুষ
কান পেতে রই ॥
বছর গেলো সময় গেলো
গেল বার মাস
আমার ঘরের আমি মানুষ
হলাম সর্বনাশ
তবু দেখো আমি মাঝি
দুঃখ পেলাম কই
দারুণ ঝড়ে শক্ত হালে
একা দাঁড়িয়ে রই ॥
পথ চলতে পথ ফুরালো
পথে আছে কেউ
আঁধার মাঝে দারুণ আঘাত
জীবন নদীর ঢেউ
তবু দেখো আমি পথিক
দুঃখ পাবার নই
পথের মাঝে দারুণ সাহস
একা দাঁড়িয়ে রই ॥