ধুমকেতু ছুটে যা
শয্যা ছেড়ে উঠে যা
ধুমকেতু ধুমকেতু তোরে যেন
কোনো দিন কেউ টলাতে পারে না ৷
তোর পৃথিবী কেন মেঘে মেঘে ছেয়ে গেল বল
চারিদিকে এই বিপত্তি তোর জীবন যে হয় অচল
কেন তবু বদ্ধ ঘরে মুঢ় হয়ে রইবি তুই
কেনরে তুই অগ্নিশিখা হয়ে আরো জ্বলবি না ॥
সত্য দিয়ে সত্যটারে নে ওরে নে চিনে
মিথ্যারে তুই যেন কভূ নরম হাতে ছাড়বিনে
কেনরে তুই শুভ কাজে শহীদ হয়ে না
কেনরে তুই অগ্নিশিখা হয়ে আরো জ্বলবি না ৷৷