.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

পলাশ ফুলের রং কেন লাল
গীতিকারঃ চৌধুরী গোলাম মাওলা
সুরকারঃ আহমদ নাসিমুল হুদা নওশাদ

পলাশ ফুলের রং কেন লাল
শিমুল ফুলের রং কেন লাল
ফেব্রুয়ারির রাঙা খুনে
রাঙলো কার কপাল রে
রাঙলো কার কপাল ॥

সেদিন ভোরের মিছিলে যাবার মুখে
যাসনে যাদু বলে মা দুয়ার রুখে
ফাঁকি দিয়ে গেছে মায়ের দু’চোখ
রাজপথে এঁকে লাল ॥

এখানে এখন স্বৈরাচারের হানা
দিয়েছে মুছে শান্তির নিশানা
মুছে দিতে যত অবিচার অন্যায়
সোনার ছেলেরা উঠায়েছে বরাভয়।।

ধোঁয়ার আড়ালে মিছিল গিয়েছে ঢেকে
রুধির ধারায় রাজপথ গেছে ভেসে
বোবা হয়ে গেছে সকলই যেন
ফিরবে না কোন কাল ॥