.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

পানজেরী
গীতিকারঃ মতিউর রহমান মল্লিক
সুরকারঃ চৌধুরী আবদুল হালিম

পান্জেরী পান্জেরী পান্জেরী
আমরা উত্তাল সাগরের কাণ্ডারী ॥

শপথের সুকঠিন দাবীকে
আগুনের মত রাখি এ বুকে
মুসা তারিখের উত্তরসূরী ॥

রাত্রির তীরে তীরে দাঁড়িয়ে
প্রভাতের দিকে হাত বাড়িয়ে
সুনীল সাহসের সঞ্চারী ॥

সুদূরের এই পথ ছাড়িয়ে
প্রলয়ের ভ্রুকুটি মাড়িয়ে
বাজিয়ে যাই মোরা জয়ভেরি ৷

(পানজেরী শিল্পীগোষ্ঠীর দলীয় সংগীত)