.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

ফুটেছে দেখো কতশত ফুল
গীতিকারঃ খালেদ মাহমুদ নাসিফ
সুরকারঃ খালেদ মাহমুদ নাসিফ

ফুটেছে দেখো কতশত ফুল
জান্নাতি সৌরভ বাগিচায়
ঐ দেখো মালেকেরা আমাদের ডাকছে
সত্য সুন্দর আঙিনায় ॥

পাখিরা গাইছে মিষ্টি কলতানে
মুজাহিদ ডাকে হাতছানিতে
তৃষিত হৃদয়ের তৃষ্ণাকে মেটাতে
কাউসার নিসৃত পানিতে
হামযার বাহিনী বারে বারে ডাকছে
আয় তোরা সকলে ছুটে আয় ॥

এ বাগান একদিন মুখরিত করবো
আমাদের দৃঢ় পদধ্বনিতে
লিখেছি এ শপথ বুকেরই পাঁজরে
রক্তিম উষ্ণ শোনিতে
প্রত্যয়ী পথচলা অগনিত শহীদান
চিরকাল আমাদের প্রেরণা ॥