বিশ্বাসী জনতারই আমার এ দেশ আছে জানা
জানি জানি আসবে সে দিন উড়বে আবার
ইসলামী বিজয় পতাকা
এইতো সে দেশ যেথা ঘুমিয়ে আছে লক্ষ শহীদ
জীবনের দামে তারা চেয়েছিল মানবতার ইসলামী ভিত
তাদের সে স্বপ্নগুলো ধুলোর মাঝে ভূলুণ্ঠিত করলো কারা
ওরা কি জানে না রে লড়বে আবার বীর সেনানী বিপ্লবীরা।
জাগে ওই বীর জনতা আজ একতার বার্তা লয়ে
আনবে মুক্ত বাতাস নিঃশেষ এবার দুঃখের আকাশ ক্ষয়ে ক্ষয়ে
আসবে ফিরে আবার শান্ত বাতাস মুছে সবই আঁধার কালো
দুঃখীজন হবে সুখী নিঃস্ব জনে পাবে ফিরে তার অধিকার।