বুকে বুকে কারা জ্বেলেছে আগুন
রক্তিম জিহাদের
নয়নে কাদের উজ্জ্বল হাসে
মহারাজ কোরআনের।।
রাতের আঁধার ভেদ করে জাগে
সোনালী সূর্য ভোর
দ্বীনের পথিক পেল অনাবিল
ঈমানের আলো নূর
তাইতো চলেছে কাফেলা মিছিল
তপ্ত টাল মাটাল ॥
দূর মঞ্জিল হাতছানি দেয়
শাহাদাত দিলো উঁকি
সত্য পথের এই সংগ্ৰাম
মিথ্যার মুখোমুখি
ষড়যন্ত্রের বেড়াজাল হবে
বিনষ্ট বানচাল ॥
মানুষের গড়া মতবাদ যেনো
অশান্ত কারাগার
দুনিয়ায় যারা মানবতা চায়
মুক্তির মালা কার
জনতা জোয়ারে ভেসে চলে যাক
পুঁতিময় জঞ্জাল ॥