.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

ভাটির দেশে জন্ম আমার
গীতিকারঃ চৌধুরী গোলাম মাওলা
সুরকারঃ চৌধুরী গোলাম মাওলা

ভাটির দেশে জন্ম আমার জন্ম নদীর দেশে
দুঃখের মাঝে দিন কেটেছে
তাকেই ভালোবেসে ॥

পাহাড় নদী ধানের ক্ষেতের
এমন মোহন ছবি
পূবের আকাশ সাজিয়ে তোলে
শিশির ধোয়া রবি
পাখির গানে ফুলের ঘ্রাণে
শ্যাম বনানী আমায় টানে
সবুজ গায়ের সরল কৃষাণ
দু’হাত বাড়ায় এসে ৷

প্রতিদিনের ভোরের আজান
জ্বালায় প্রাণে দীপ্ত শিখা
লক্ষ তিতুমীরের কথা
রক্তে আমার হয় যে লিখা ॥

আহার জুটার সংগ্রামে ঐ
চলছে যারা ছুটে
সত্য ন্যায়ের জোর লড়াইয়ে
ক্ষুধার জ্বালা টুটে
রোদ বাদল আর উজান ভাটায়
প্রভুর রহমতের আশায়
জীবন জুড়ে ঝড়ের আভাস
তবু ওরা হাসে ॥