ভেতর শুদ্ধ-পরিচ্ছন্ন বাহিরেও পরিপাটি
ভেতর বাহির এক হলে তারে মানুষ বলে খাঁটি ॥
শুদ্ধ চিন্তা সততায় ভরা কল্যাণীয় মন
আকাশ বাতাস জলে-স্থলে জাগায় অনুরণ
সৃষ্টিকে ভালোবেসে হও সবে সফেদ দুধের বাটি।।
ভেতরে এক বাহির আরেক এরাই হলো মুনাফিক
ছড়ায় এরা জ্ঞানের কালো জীবনেরই দশ দিক ৷৷
ভালোবাসে এক আল্লাহকে যারা ভেতর তাদের সাদা
আল্লাহ ছাড়া নোয়ায় না সে কারও কাছে মাথা
ব্যস্ত দিনশেষে সিজদায় লুটে রাতের কান্নাকাটি ॥