.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

মাটির একখান ঘর বানাইয়া
গীতিকারঃ চৌধুরী আবদুল হালিম
সুরকারঃ চৌধুরী আবদুল হালিম

মাটির একখান ঘর বানাইয়া
তার ভেতরে প্রাণটা দিয়া
ছাইড়া দিলি এই ভুবনে
চলতে আছে জীবন ভর
আল্লাহ তুই বড়ই কারিগর
ও আল্লাহ আজব কারিগর ॥

সেই ঘরেরই দুইটি নালা
বত্রিশ খুঁটি তার
ঘরের ভিতর চাইয়া দেখি
আজব সে কারবার
সে ঘরটারে বাঁইধা দিলি
খুঁটির সাথে থরে থর ॥

সেই ঘরেরই প্রাণ পাখিটা
নিত্য জ্বালায় আলো
দম ফুরাইলে উইড়া যাইবো
নাইমা আইবো কালো
মাটির দেহ মাটির মাঝে
রাইখা দিবো থরে থর