.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

মালেকের সাথীরা আজো অম্লান
গীতিকারঃ খালেদ মাহমুদ নাসিফ
সুরকারঃ খালেদ মাহমুদ নাসিফ

মালেকের সাথীরা আজো অম্লান
যুগে যুগে গেয়ে যায় সত্যের গান
বাতিলের হৃদয়ে কাঁপন দিয়ে
হাজার হৃদয়ে তোলে চেতনার বাণ ॥

কোরআনের প্রেম বুকে এখনো জনতার মাঝে
কান পেতে শোনো ঐ সেলিমের কণ্ঠ বাজে
অনেক আশায় এ বুক বেঁধে
যারা সর্বদা চায় হতে শহীদান ৷।

মুজাহিদ মাসুমেরা রাজপথে তাজা ফুল ঝরে
হাজার হাজার ফুল ফুটিয়েছে প্রতি ঘরে ঘরে
সেই গোলাপের খুশবু নিয়ে
কোরআনের ডাকে জাগে শত তাজা প্রাণ ৷৷