জনম জনম ধরে
এই পৃথিবীর পরে
আমার আপন ঠিকানা মা
তুমি আমার মা
মা জননী মাগো আমার মা ৷৷
গর্ভধারিনী স্তন্যদায়িনী
স্নেহ ব্যাকুল লালনকারীণী
তুমি আমার মা
গ্রীষ্ম বরষা কিংবা শীতে
দুঃখ বিপাকে কাতর নিশীথে
সুখে বিসুখে আদরে যতনে
দিয়েছিলে ঠাঁই তোমার বুকেতে
শৈশবে ছিল সেই তো আমার সুখের বিছানা
নাওনি কিছুই দিয়েছো শুধু
জীবন গরলে ঢেলেছো মধু
জীবনে মরণে করেছো ঋণী মা
কানাকড়ি যার শুধিতে পারি না।
কৈশোরে তুমি মিষ্টি শাসনে
যৌবনে দিলে সাহস যোগায়ে
সংসার ঘর দিলে গুছায়ে
আজো মাগো আমি তোমার খোকা যে
নিতে দাও বুকে বেহেশত আমার
তোমার দু’খানি পা