মোহাম্মদ মোর নয়নমনি
মোহাম্মদ নাম জপমালা
ঐ নামে মিটাই পিয়াসা
ও নাম কাওসারের পিয়ালা ॥
মোহাম্মদ নাম শিরে ধরি
মোহাম্মদ নাম গলায় পরি
ঐ নামেরই রওশনীতে
আঁধারে মন রয় উজালা ॥
আমার হৃদয় মদিনাতে
শুনি ও নাম দিনে রাতে
ও নাম আমার তাসবিহ হাতে
মন মরুতে গুলে লা লা ॥
মোহাম্মদ মোর অশ্রু চোখের
ব্যথার সাথী শান্তি শোকের
চাইনে বেহেশত যদি ও নাম
জপতে সদা পাই নিরালা ৷।