যখন আমি ছোট্ট ছিলাম
মায়ের বুকে ঘুমাতাম
কত মধুর স্মৃতি সে যে
কত সুখ কত ভালবাসা
কত কষ্ট কত দুঃখ সয়ে
দশমাস দশদিন পেটে বয়ে
সুখ দুঃখ সব একাকার হয়
তবুও ছেলের মুখপানে চায় ।।
কষ্টকে কষ্ট মনে করেনি
জীবনের সব আশা তবু সরেনি ।।
ছেলের মুখপানে যখনই চায়
বুক জুড়ে স্নেহধারা শুধু বয়ে যায় ।।
আ আ আ আ …..ও ও ও ও
পরদেশে প্রবাসে ছেলে
রোগ শোক ঝরা ব্যধিতে ভোগে ….।।
চিঠিহীন তারহীন মায়ের মনে
ছেলের মনের ব্যথা ধরা দেয় ক্ষণে
মায়ের অবুঝ মন ছটফট করে
ছেলের মুখাবয়ব স্মরণে পড়ে ….।।
কত মধুর সেই মায়ের আদর
মহান প্রভুর একি অপরূপ দান ।।
আ আ আ আ ……..ও ও ও ও