রাখালিয়া বাঁশি আছে
নেই রে যে সেই তান
পল্লী লালন হাসন রাজার
গায় না রে কেউ গান ৷
জারি সারি পালা গানের
আর বসে না হাট
পপ রক আর ডিসকো গানে
ভরিয়াছে মাঠ
একতারা দোতারা দেখো
হারিয়েছে প্রাণ ॥
মাটি ও মানুষের কথা কয় আমাদের গান
পুঁথি ছড়া পল্লী গানে আজো জাগে প্রাণ
এসব ছেড়ে ধার করা গান বাড়ায় কি সম্মান ॥
এখন সময় একটু জাগার একটু ভাবার দিন
সব প্রজন্ম একই সাথে বাজাও নিজ বীণ
দেশের গানে নিজের গানে জাগাও আবার প্রাণ ॥