.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

সবুজের সমারোহে
গীতিকারঃ মামুনুর রশীদ পলাশ
সুরকারঃ মশিউর রহমান

সবুজের সমারোহে ছুটে যায় মন
পাখিদের কাকলিতে জেগে ওঠে বন
ঝিলমিল করে আলো স্বচ্ছ নীড়ে
স্বপ্নরা বাসা বাঁধে যাকেই ঘিরে
রূপে যার তুলনা হয় নাকো শেষ
সে আমার বাংলাদেশ ॥

কৃষকেরা গায় গান সোনালী মাঠে
দিন যায় রাত যায় মাঠেই কাটে
গোলা ভরা ফসলে কৃষাণির দু’গালে
ফুটে ওঠে সুখময় হাসি রেশ
যে হাসির তুলনা হয় নাকো শেষ
সে আমার বাংলাদেশ ॥

ঝিরি ঝিরি বৃষ্টিতে রৌদ্রতাপে
শরতে হেমন্তে কিবা গ্রীষ্মে
বর্ণিল রূপে সেজে সবুজের হাসি হেসে
ছড়িয়ে দেয় রূপ অনিঃশেষ
যে রূপের তুলনা হয় নাকো শেষ
সে আমার বাংলাদেশ।।