.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

সবুজ যেথা বন বনানী নদীর কলতান
গীতিকারঃ ইকবাল করীম রিপন
সুরকারঃ আহসান হাবীব

সবুজ যেথা বন বনানী নদীর কলতান
যেথায় কোকিল দোয়েল ঘু ঘু
করে শুধু গান ॥

সেই গাঁয়েরই কৃষাণ ছেলে
মাটি চষে লাঙল ঠেলে
সোনার দেশে ফলায় সোনা
নাই রে অভিমান ॥

সেই দেশেতে নাও না আমায়
একবার দেখে আসি
যেই দেশেতে দুঃখ নাই রে
বাজে সুখের বাঁশি ॥

সবুজ ঘেরা এই দেশেতে
মায়ের আদর মাখা
যেই দেশেরই ছবি খানি
রং তুলিতে আঁকা ॥

যেই দেশেরই রাখাল ছেলে
আমাকে হায় কাছে পেলে
করুণ সুরে বাজবে তাহার
ভাঙা বাঁশির তান।।