.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

সিঁড়ি
গীতিকারঃ আবদুস সামাদ রাজু
সুরকারঃ মিজানুর রহমান রায়হান

একতালা দুইতালা দালান উঠছে রে সাঁই সাঁই
সেই দালানে ছাদও আছে সিঁড়ির দেখা নাই
সিঁড়ি বানা সিঁড়ি বানা ওরে ভোলা মন
সিঁড়ি ছাড়া কেমনে যাবি ও মন উচাটন ॥

সিঁড়ি ছাড়া দেহের উপর কেনান বাঁচে নাই
তাইতো বলি ওরে ও মন নূহের কিস্তি চাই ॥

সিঁড়ি ছাড়া বেস্তও মন আগুন আগুন খেলা
সাদ্দাতেও বোঝেনি মন কেমনে গেল বেলা
তাইতো বলি এই বেলাতেই সিঁড়ির দেখা চাই
নইলে তবে অলোক পাখি দেখার সুযোগ নাই ॥

সিঁড়ি দিয়া করে ও মন দেহ অতিক্রম
দেখবি তবে মাথার উপর অচেনা বিক্রম
সেই শাসনে নিচিন্তে দে হৃদপাখি উড়াই ॥