সূর্য উঠার আগেই জাগো ঘুমিয়ে থেকো না
ওযু করে নামাজ পড়ো অলস হয়ো না ॥
ঊষা কালে নেমে আসে বরকতেরই ধারা
বঞ্চিত হয় দুর্ভাগার দল ঘুমিয়ে থাকে যারা
তুমি করতে প্রভাত আল্লাহর নামে ভুলে যেও না ॥
কুরআন দিয়ে কর শুরু দিনের সকল কাজ
আল্লাহ তোমায় পরিয়ে দিবেন রহমতেরই তাজ
তুমি সময়মত কাজ সেরে নাও ফেলে রেখো না ॥
লেখাপড়ায় দাও মনযোগ নাও গুছিয়ে সব
দু’হাত তুলে কর দোয়া জ্ঞান দাও আমায় রব
তুমি রেখো মোরে তোমার পথে বিপথে নিও না ৷।