.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

স্বপনে মননে
গীতিকারঃ চৌধুরী গোলাম মওলা
সুরকারঃ চৌধুরী গোলাম মওলা

স্বপনে মননে চেতনায় তোমাকে খুঁজে পাই
জীবনের এপারে ওপারে বন্ধু তুমি ছাড়া আর
দরদী কেহ নাই কেহ নাই৷৷

তোমারই সাম্য গান এক আল্লাহর জয়গান
মানবতার মুক্তিদূত শ্রেষ্ঠ তুমি মহীয়ান
তোমারই বিশ্বপ্রেম ঘুচালো হীনতা
একতার বন্ধনে বেহেশত খুঁজে পাই ৷৷

কত শত মনিষীর প্রয়াস প্রাণান্ত
তুমি এলে পূর্ণতায় আলোক অনন্ত ।

তোমারই বাণীকে মানিনি হে মহান
কান্না ভেজা পৃথিবী হলো দীর্ণ খান খান
প্রিয়তম নবীজি তুমি পথ পাথেয়
আখেরাতে আমাদের শাফায়াত করিও
তোমারই বচনে তোমারই কর্মে
মুক্তিরও নিশানা অনন্য খুঁজে পাই ॥