.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

স্বাধীনতা
গীতিকারঃ মুহাম্মদ ওমর গনি
সুরকারঃ পান্জেরী শিল্পীগোষ্ঠীর দলীয় প্রয়াস

এই যে আমি স্বাধীনতা
এই যে তুমি স্বাধীনতা
এই যে আমরা স্বাধীনতা
খাওয়ার পরার বাঁচার স্বাধীনতা
স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা ॥

স্বাধীনতা তো রক্তে কেনা এমনই এক নাম
যে রক্তে যুক্ত হলো আমার ভাইয়ের ঘাম
মাতৃভূমি করতে মুক্ত যারা দিলো প্রাণ
তাদের তরে গান গেয়ে যাই, জানাই যে সম্মান
তারাই তো আজ মুছে দিলো সকল কলুষতা ॥

স্বাধীনতা সেতো পাখির মতো মুক্ত আকাশে ওড়া
স্বাধীনতা হলো দুঃখী মানুষের ঘোচানো দুঃখ জ্বরা
স্বাধীনতা হলো অসংগতির বিরুদ্ধে আক্রোষ
স্বাধীনতা হলো অপশক্তি দুর্বার প্রতিরোধ
এসো মিলে শপথ করি বাঁচাতে মানবতা ।।