.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

হে রহমান হে দয়াবান
গীতিকারঃ মহিউদ্দিন আবু তাহের
সুরকারঃ মহিউদ্দিন আবু তাহের

হে রহমান হে দয়াবান
মন বেহাগে আজ
প্রাণেরও সুরে সুরে
গাই তব গান৷৷৷

তোমার গুণ গাহি
তোমার দয়া চাহি
তোমার ভালোবাসা
আমার চির আশা
অধম বান্দা এ যাচে ক্ষমা হে-
রহিম রহমান৷৷

রহম আল্লাহ হে
করম আল্লাহ হে
গফুর নাম তোমার
মুঈন নাম তোমার
নিশার আঁধারে দিশা দাও মোরে-
সীরাত দীপ্তিমান৷৷