.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

আলোর পাখিরা কই
গীতিকারঃ চৌধুরী আবদুল হালিম
সুরকারঃ চৌধুরী আবদুল হালিম

আলোর পাখিরা কই ডানা মেলে দাও
আজ লোকালয়ে অলিতে গলিতে
যে আলোয় মানবতা ফিরে পাবে তার দৃষ্টি
খুঁজে পাবে আকাঙ্ক্ষিত পথ
খুঁজে পাবে তার ঠিকানা ॥

তোমাদের পথ পানে চেয়ে আছে অগণিত চোখ ওই
পথ হারা মানুষের মিছিল ওই
অসহায় মানুষগুলো নিয়ে বুকে আশার আলো
চেয়ে আছে তোমাদের পানে ॥