ঐ চাঁদের আলো আজ
লাগে না ভালো কেন জানি না
তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না ॥ (প্রভু)
পৃথিবীর এত রূপ রঙ্গ
সেও তো হয়েই যাবে ভঙ্গ
তারই রূপে আর তারই মোহে
তাই তো আজ আর কাঁদি না ॥
নদীর কলতান পাখির কুহু গান
চিরদিন সে নাহি রবে
সাধের এ জীবন মুছে দেবে মরণ
এ জীবনে কী হবে ৷।
তোমারই করুণা ছাড়া
জীবন আমার দিশেহারা
তোমার রহম আর তোমার করম ছাড়া
তাই তো আর কিছু ভাবি না ॥