.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

ওগো নূর নবী হযরত
গীতিকারঃ ফররুখ আহমদ
সুরকারঃ আবদুল লতিফ

ওগো নূর নবী হযরত
আমরা তোমারই উম্মত ৷।

তুমি দয়াল নবী
তুমি নূরের রবি
তুমি বাসলে ভালো জগত জনে
দেখিয়ে দিলে পথ।।

আমরা তোমার পথে চলি
আমরা তোমার কথা বলি
তোমার এ আলোয় পাই যে
খুঁজে ঈমান ও ইজ্জত ৷৷

সারা জাহানবাসী
তোমায় ভালোবাসি
তোমায় ভালোবেসে এ মনে
পাই মোরা হিম