.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

কর্ণফুলীর বাঁকে
গীতিকারঃ ইকবাল করিম রিপন
সুরকারঃ ইকবাল চৌধুরী

কর্ণফুলীর বাঁকে আমার জীর্ণ শনের ঘর
চৌদ্দ পুরুষ চাষার কথায় সাক্ষী জনম ভর
সেই চাষারই আশার খেলায়
দুঃখ সুখের জীবন ভেলায় ছুটছি দিনান্তর ॥

মরা গাঙের শুকনো চরে
উজান পানি খেলা করে
মাছরাঙাটির স্বপ্ন দোলায়
দুলছে বাসর ঘর ॥

ধল প্রহরের বিজন বেলায়
কাটাই জীবন সুখের হেলায়
আশার দোলায় লাঙ্গল ঠেলি
ভরবে গোলা ঘর ॥