.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

কিরে ওডা কি গইরলি
গীতিকারঃ
সুরকারঃ

কিরে ওডা কি গইরলি
মারে বাদ দি অরিরে সালাম হন্ডে শিখিলি।

মার টেঙ্গত তলে ওডা ফোয়ার বেহেশত
মারে ফালাই অরিরে লই অই গেলি ব্যস্ত,
মার মনত হষ্ট দি তুই মানুষ আঁসালি।

মাতাত নলই তোরে ওডা উইনে হাই বলি
মেড়িত নলাহে তোরে পেয়ারা হাই বলি,
এই মারে কেঁনে তুই সালাম নগরলি।

মারে ডাহস বুরি বুরি অরিরে মা
বাপরে হস বুড়া মিয়া অউরোরে আব্বা,
হনে দেহাইল এই দুনিয়া খেয়াল নগরলি।

তারার যদি নিয়াস ফরে উফাদারি নাই
তোর ফুয়া চাই তোরে একদিন যাইবো যে ফালাই,
সময় থাকতে দুয়া লগই উল্টা নচলিস।