.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

কোথাও আজ পালাবার পথ খোলা নেই
গীতিকারঃ রেজাউল করিম
সুরকারঃ রেজাউল করিম

কোথাও আজ পালাবার পথ খোলা নেই
মৃত্যু এখানে আসলে আসুক
আলোকের পথ ধরে চলতে গিয়ে
রক্তে সীমানা ভাসলে ভাসুক

কোরআনের কথা যদি না যায় বলা
রাসুলের পথে যদি না যায় চলা
কী হবে রেখে এই ভীরুতার প্রাণ
কী হবে গেয়ে এই জীবনের গান
জুলুম শোষণ তাই নামলে নামুক

গর্জন যত শুনি তাগুতেরই
নেই ভয় দিন এলো ফাগুনেরই
হাতে হাত রেখে এসো পথ চলি
বাঁধার প্রাচীর সব দু’পায়ে দলি
আলোর জোয়ারে আঁধার নাসুক