.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

কোন দিকে পথ নেই
গীতিকারঃ এম এস জামান
সুরকারঃ চৌধুরী আবদুল হালিম

কোন দিকে পথ নেই
সব দিকে বন্ধ দুয়ার
কোন দিকে আলো নেই
চারিদিকে ঘিরেছে আঁধার
তবুও চলতে হবে সামনে যেতেই হবে
পথ নেই মুক্তি পাবার।।

তাগুতের পথ ধরে শতবার
মানুষের সুখ আমি চেয়েছি
বিবেকের কষাঘাতে বারে বার
পথ ভুলে ভুল পথে ঘুরেছি
পথ বলো কোথা পাবো
খুঁজে দুঃখ ভরা বুকে ব্যথা কী যে
আর কত মরব বারে বার ॥

নিশুথ রাতে এক স্বপ্নে সেদিন
হাতছানি দিয়ে কে বললো আমায়
আয় ফিরে আয় নবীর পথে আয়
আয় ফিরে আয় সুখের নীড়ে আয় ॥

এসো হেথা নেই ভয় নেই দুর্দিন
ভালোবাসা ভরে আছে এই আঙ্গিনায়।।

কোরআনের দীপ হাতে এই বার
মানুষের কাছে যেই গিয়েছি
মনে হলো বহুদিন পরে আবার
পথ হারা পথ খুঁজে পেয়েছি ॥

উদ্ধত কোন বাধা মানি না
ঝঞ্চা ঝড় কিছু বুঝি না
চলবোই পথ ধরে আল্লাহর ॥