খোলাফায়ে রাশেদার প্রদীপ্ত পথ ধরে
যুগে যুগে আমরাই জেগেছি
বুকে নিয়ে কোরআনের বিপ্লবী পয়গাম
বারে বারে দেশে দেশে লড়েছি
সত্যের সংগ্রাম করেছি ।।
বদর ওহুদ আর তাবুকের ময়দান
পাড়ি মোরা দিয়েছি অতীতে
ফেরিঙ্গা পট্টং বালাকোট ঋণী হলো
আমাদের ত্যাগ সংগীতে
ধমণীতে লয়ে সেই শাহাদাত সঙ্গী
মদীনার নব ভীত গড়েছি ৷।
মোরা চির বিদ্রোহী বিপ্লবী সৈনিক
মানি না বিধান কোন মানুষের
আমরাই ভাঙ্গবো বাতিলের প্রাসাদ আজ
ধিকৃত পথ যত তাগুতের
এই পথে আমাদের সংগ্রাম সাধনা
প্রাণ বাজি এই পথে রেখেছি ॥