চাই একটি ইসলামী বসুন্ধরা
আর চাই কিছু সৎ নাগরিক
তবে তো নিশ্চয়ই শান্তি খুঁজে পাই
আমরা জগৎ জুড়ে একই সাথে
আল্লাহরই জয়গান গাই ৷
সত্য পথে চলতে গেলে
অনেক রকম বাধা-ই মেলে
সত্য মিথ্যার দ্বন্দ্ব হবে
নাই তাতে ওরে ভয় নাই ৷।
একদল মানুষ চিরদিনই
করে মিথ্যার বেচা-কিনি
সত্য দেখেই ভয় পেয়ে যায়
চেপে ধরে এই হাতখানি ।।
কোরআন আমার আলো ইশারা
হাদীস আমার ঝর্ণা ধারা
তার আলোকেই গড়বো সমাজ
সংগ্রাম যাই করে যাই ৷।