হেঁইয়্যাহো হো হো হেঁইয়্যাহো
জীবন গাঙ্গের মাঝি রে
জীবন রেখে বাজি রে
দাঁড় বেয়ে যা (তুই)
আল্লাহ নবীর নাম লইয়া তোর
ছেঁড়া পাল উড়া ॥
দুঃখের তুফান উঠে যদি যাসনে তবে ভেসে
শক্ত হাতে হাল ধরে তুই নাও বেয়ে যা হেসে রে
ভয় কিরে তোর জীবন মানেই
আছে ভাঙ্গা গড়া
হাল ছাড়িয়া দিলে যে তোর জীবন হবে শেষ
শক্ত হাতে যা এগিয়ে লক্ষ্য নিরুদ্দেশ
তোর লক্ষ্য নিরুদ্দেশ ॥
দুঃখ সুখের জোয়ার ভাটায় যা এগিয়ে ধীরে
অন্তরে বাঁধ নতুন আশা ভীড়বে তবে তীরে রে
দুঃসময়ে আছেন খোদা
পাবি রে তুই সাড়া ॥