.

19/A Jamalkhan, Chittagong, Bangladesh

গানের স্বরলিপি

ঝিলের শোভা মাঠের ফসল
গীতিকারঃ আবদুল হাই আল হাদী
সুরকারঃ মিজানুর রহমান রায়হান

ঝিলের শোভা মাঠের ফসল নদীর কলতান
মায়ের আদর বোনের সোহাগ পাখির ঠোঁটের গান
সবই তোমার দান (মাওলা) ॥

ফুলের মতো সোনার দেহ দৃষ্টি দু’চোখে
প্রাণে প্রাণে এত আশা আবেগ হৃদয়ে
ভালো মন্দ বিবেচনার পরিপূর্ণ জ্ঞান
সবই তোমার দান (মাওলা) ৷

দ্বীন দুনিয়ায় চলার পথে মহান কাণ্ডারী
দিলে তুমি দয়া করে পরম দিশারী
দ্বীনের নবী মোস্তফাকে হয়ে মেহেরবান-
সবই তোমার দান (মাওলা) ॥